FOCUS BANGLA NEWS

ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫

​সাকিবদের হারিয়ে প্রথম জয় পেলো রংপুর রাইডার্স

আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০১:৩৭:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০১:৩৭:০১ অপরাহ্ন
​সাকিবদের হারিয়ে প্রথম জয় পেলো রংপুর রাইডার্স
আগের দুই ম্যাচে জয়ের সুযোগ তৈরি হলেও জিততে পারেনি রংপুর রাইডার্স। তৃতীয় ম্যাচে এসে আর ভুল করেনি তারা। অবশেষে গ্লোবাল সুপার লিগে দেখা পেয়েছে অধরা সেই জয়ের। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তানজিম হাসান সাকিবদের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ১৫ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের রংপুর।
আগে ব্যাটিং করতে নেমে রংপুর রাইডার্স ১১৭ রানের সংগ্রহ দাঁড় করায়। ১১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে টপাটপ উইকেট হারাতে থাকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বিশেষ করে কামরুল ইসলাম রাব্বির পেসে বিপর্যস্ত হয় তারা। মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট শিকার করে রংপুরের জয়ের নায়ক রাব্বি। 
৫ ওভারে ২৭ রান তুলতে ৫ উইকেট হারানো ওয়ারিয়র্সের হয়ে ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৩৬ রানের জুটি গড়েন শাই হোপ ও গুডাকেশ মোটি। ১৩তম ওভারের দ্বিতীয় বলে মোটিকে ফিরিয়ে জুটি ভাঙেন শেখ মেহেদী হাসান। ওয়ারিয়র্সের ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন হোপ। 
রংপুরের সেরা বোলার রাব্বি নিয়েছেন ৪ উইকেট। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক সোহান। পুরো ২০ ওভার ব্যাটিং করে ১১৭ রানে অলআউট হয়েছে দলটি। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন খুশদিল। গায়ানার সেরা বোলার ডোয়াইন প্রিটোরিয়াস ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন ইমরান তাহির, তানজিম সাকিব ও মোটি।

ফোকাস বাংলা নিউজ/ডেস্ক/এস খান


কমেন্ট বক্স

সংবাদচিত্রের আরো সংখ্যা

সর্বশেষ সংবাদ