FOCUS BANGLA NEWS

ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫

​তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫

আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০৮:২৫:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৮:২৫:২৯ অপরাহ্ন
​তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ সংবাদচিত্র : সংগৃহীত
চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ১৩০ জন। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

৬ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। সিনহুয়া জানিয়েছে, তিব্বতের দিকে অন্তত ৯৫ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। প্রাথমিক প্রতিবেদনে ৫৩ জনের প্রাণহানির খবর জানিয়েছিল তারা। 

প্রতিবেশী নেপাল ও ভারতেও এই কম্পন অনুভূত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে আহাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।

চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এএফপি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সিগাজের কাছে। স্থানীয় সময় সকাল ৯টায় আঘাত হানে শক্তিশালী ভূমিকম্পটি।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে তিব্বতে হাজারের বেশি বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক গ্রাম। ধ্বংসস্তূপের মধ্যে চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা। জারি করা হয়েছে জরুরি অবস্থা।



ফোকাস বাংলা নিউজ/ডেস্ক/এস খান


কমেন্ট বক্স

সংবাদচিত্রের আরো সংখ্যা

সর্বশেষ সংবাদ