FOCUS BANGLA NEWS

ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫

​আবার আসছে শৈত্যপ্রবাহ

আপলোড সময় : ১৮-০১-২০২৫ ১১:০৫:২৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১১:০৫:২৪ পূর্বাহ্ন
​আবার আসছে শৈত্যপ্রবাহ ফাইল ছবি
মাঘ মাসের শুরু হয়েছে তিন দিন হলো। কিন্তু দেশের অনেক অঞ্চলেই স্বাভাবিক শীতের দেখা মেলেনি। কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়েও চার-পাঁচ ডিগ্রি বেশি। তবে শনিবার (১৮ জানুয়ারি) মাঘের চতুর্থ দিনে এসে তাপমাত্রা কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে।

তবে আগামী দুই দিন রোব ও সোমবার শীত বেশি বাড়তে পারে। এই দুই দিনে অন্তত এক থেকে দুই ডিগ্রি করে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। সোমবার দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘রোববার থেকে তাপমাত্রা খানিকটা কমে শীতের অনুভূতি বাড়তে পারে। ২০ জানুয়ারি শীত আরো বাড়তে পারে। এদিন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। ২৩ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।

ফোকাস বাংলা নিউজ/ডেস্ক/এসকে


কমেন্ট বক্স

সংবাদচিত্রের আরো সংখ্যা

সর্বশেষ সংবাদ