FOCUS BANGLA NEWS

ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫

​একবার চার্জেই চলবে ২৫০ কিমি!

আপলোড সময় : ২২-০১-২০২৫ ০২:১৫:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০১-২০২৫ ০২:১৫:০৬ অপরাহ্ন
​একবার চার্জেই চলবে ২৫০ কিমি!
বর্তমানে ইলেকট্রিক গাড়ির ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এটি পরিবহণ ব্যবস্থা এবং পরিবেশের জন্য একটি বড় পরিবর্তন নিয়ে আসছে। বিশেষত, গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো এবং পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা পালন করছে। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভেইভে মোবিলিটি এমন এক ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে যা একবার চার্জ দিলে চলবে ২৫০ কিলোমিটার। 

এই ইলেকট্রিক গাড়ি পাওয়া যাবে তিনটি ভ্যারিয়েন্টে- নোভা, স্টেলা ও ভেগা। ৩ লাখ ২৫ হাজার থেকে দাম শুরু। সবচেয়ে বেশি দামের গাড়িটির মূল্য ৫ লাখ ৯৯ হাজার টাকা। গাড়ির গতি থাকবে সর্বোচ্চ ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আবার গতি বাড়ানোর ক্ষেত্রে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ৪০ কিলোমিটার গতিতে পৌঁছনো যাবে।
 
সংস্থার পক্ষ থেকে বলা হয়, গাড়ির ছাদে বসানো সৌর প্যানেলের সাহায্যে দৈনিক ১০ কিলোমিটার করে অতিরিক্ত গাড়ি চালনো যাবে। গাড়ির মূল্যের ক্ষেত্রে তা নোভা, স্টেলা ও ভেগার জন্য যথাক্রমে- ৩ লাখ ২৫ হাজার টাকা, ৩ লাখ ৯৯ হাজার টাকা ও ৪ লাখ ৪৯ হাজার টাকা। আর ব্যাটারি রেন্টাল প্ল্যান ছাড়া দাম পড়বে একই ভাবে ৩ লাখ ৯৯ হাজার টাকা, ৪ লাখ ৯৯ হাজার টাকা এবং ৫ লাখ ৯৯ হাজার টাকা।

প্রতিবেদনে আরও বলা হয়,  প্রতিটি গাড়ির আরেক বৈশিষ্ট্য দুইটি স্ক্রিন সেটআপ। যার একটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্টের এবং অন্যটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। থাকবে অ্যাপল কার প্লে ও অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটির মতো ফিচারও। সেই সঙ্গে থাকবে বাতানুকূল যন্ত্র, টু-স্পোক স্টিয়ারিং হুইল।

এই গাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি সাশ্রয়ী। ব্যাটারি প্যাকের খরচ পড়বে কিলোমিটার প্রতি ২ টাকা। নোভার ক্ষেত্রে একটি ব্যাটারিতে অন্তত ৬০০ কিলোমিটার যাওয়া যাবে। স্টেলার ক্ষেত্রে তা ৮০০ কিলোমিটার। অন্যদিকে ভেগার ক্ষেত্রে তা ১২০০ কিলোমিটার।

ফোকাস বাংলা নিউজ/ডেস্ক/এস খান


কমেন্ট বক্স

সংবাদচিত্রের আরো সংখ্যা

সর্বশেষ সংবাদ