FOCUS BANGLA NEWS

ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫

​সীমান্তে দফায় দফায় বিস্ফোরণ কাঁপল টেকনাফ, আতঙ্কিত এলাকাবাসী

আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৪:১২:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০৪:১২:৫৫ অপরাহ্ন
​সীমান্তে দফায় দফায় বিস্ফোরণ কাঁপল টেকনাফ, আতঙ্কিত এলাকাবাসী
সীমান্ত সংলগ্ন মিয়ানমারে আরাকান আর্মি ও জান্তা সরকারের চলমান সংঘাতের জেরে বিমান হামলা ও ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। যার বিকট শব্দে কেঁপেছে টেকনাফ, আতঙ্কিত হয়েছে সীমান্তের লোকজন। 
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। যার বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে টেকনাফের হ্নীলা, পৌরসভা, টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নের স্থানীয়দের বসতবাড়ি।
স্থানীয়রা জানান, নাফ নদীর ওপারে টেকনাফ সীমান্ত এলাকাজুড়ে থেমে থেমে কয়েক দফায় ভেসে এসেছে বিমান হামলার বিকট আওয়াজ। যার কারণে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। 
তারা আরও বলেন, বিকালের দিকে মংডু শহরের উত্তর ও দক্ষিণের আশেপাশের এলাকায় আগুনের কুণ্ডলী ও আকাশে যুদ্ধ বিমান দেখা গেছে। সে সব বিমান থেকে বোমা বর্ষণও করা হয়েছে সীমান্তে।
টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া বাসিন্দা কেফায়েত উল্লাহ বলেন, কিছুক্ষণ আগে মিয়ানমারে বিমান হামলার শব্দে এলাকার লোকজন আতঙ্কে হয়ে পড়েছে, শিশু-কিশোরদের চোখে-মুখে ভয় দেখা দিয়েছে।
এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে কোনো রোহিঙ্গা নাগরিক বা চোরাকারবারি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। তবে তারা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

ফোকাস বাংলা নিউজ/প্রতিনিধি/এস খান


কমেন্ট বক্স

সংবাদচিত্রের আরো সংখ্যা

সর্বশেষ সংবাদ