উপদেষ্টারা রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করছেন: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলে, নির্বাচনের দিনই গণভোট হতে হবে। টালবাহানা না করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, অন্যথায় সরকার ব্যর্থ হবে। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে যশোরে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা তরিকুল ইসলামের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি প্রয়াত রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের দল। বিএনপি আপসহীন নেত্রী, গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখে সংগ্রাম করা বেগম খালেদা জিয়ার দল। সুতরাং বিএনপিকে ভয় দেখাবেন না। বিএনপি কোনো ভেসে আসা দল না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের হাজার হাজার নেতা-কর্মী গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিএনপির ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আমরা যদি রাজপথে নামি তাহলে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে দেশকে সব সংকট থেকে মুক্তির ব্যবস্থা করুন।

ফোকাস বাংলা নিউজ/ এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *