এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় দেরি হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসে এমন আভাস দেন তিনি।

শফিকুল আলম বলেন, এ বছর সাধারণ নির্বাচনের পাশাপাশি রয়েছে একটি রেফারেন্ডাম, রয়েছে পোস্টাল ব্যালট, যার কারণে ভোট গণনায় কিছু দেরি হতে পারে। এ বিষয়ে যেন গুজব না ছড়ায় সেজন্য আপনারা আগেভাগেই সাধারণ মানুষকে জানিয়ে রাখবেন।

সম্প্রতি দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনায় ‘প্রচুর সময় লেগেছে’, যা সাধারণ মানুষের আলোচনার খোরাক হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট গণনায় সপ্তাহ গড়িয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় কত দিন লাগবে তা নিয়েও মানুষের মধ্যে আলোচনা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে বলেন, পাবনা-১ ও পাবনা-২ নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়েছে। তাই ৩০০ আসনেই নির্বাচন হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে। বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে।

বডি অন ক্যামেরার ছবি পেয়ে কুইক রেপন্স করা হবে বলেও জানান তিনি। শফিকুল আলম বলেন, ২৫ হাজার ৫০০ বডি অন ক‍্যাম থাকবে পুলিশের কাছে। এর ফুটেজ সুরক্ষা অ‍্যাপে যুক্ত হবে, যা দেখে কুইক রেসপন্স নিশ্চিত করা হবে।

ভোটের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারেও তিনি তাগিদ দিয়েছেন বলে জানান প্রেসসচিব।

ফোকাস বাংলা নিউজ/ এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *