বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে

ফাইল ছবি

২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হলে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এই সিদ্ধান্ত কার্যকরের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চূড়ান্ত অবস্থান জানাতে এক দিনের সময় বেঁধে দিয়েছে সংস্থাটি।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি ভারতে দল না পাঠানোর বিষয়টি আইসিসিকে জানালে বুধবার (২১ জানুয়ারি) এ নিয়ে আইসিসির বোর্ডসভায় ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশের জায়গায় বিকল্প দল নেওয়ার পক্ষে মত দেন।

তবে আইসিসি বোর্ডসভায় সিদ্ধান্ত হলেও তা সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়নি। বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে তাদের চূড়ান্ত অবস্থান জানাতে বলা হয়েছে। এ জন্য এক দিনের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি তাদের অবস্থান স্পষ্ট না করলে আইসিসি বিকল্প দল অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করতে পারে।

সেক্ষেত্রে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে বিকল্প দল হিসেবে গ্রুপ ‘সি’তে স্কটল্যান্ডকে যুক্ত করা হবে। তারা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিপক্ষে ম্যাচ খেলবে। স্কটল্যান্ড টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা পায়নি।

ভারতে বিশ্বকাপে খেলার বিষয়ে বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টার মধ্যে আইসিসিকে জানানোর কথা ছিল বিসিবির। আইসিসির পক্ষ থেকে বিসিবিকে বলা হয়েছে, তারা যেন সরকারকে জানায় যে, ভারতে বিশ্বকাপে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের আরও একদিন বেশি সময় দেওয়া হচ্ছে (২২ জানুয়ারি)। এর মধ্যে না জানালে বিকল্প নেওয়া হবে।

বিশ্বকাপের মতো বড় আসরের ঠিক আগমুহূর্তে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।

ফোকাস বাংলা নিউজ/ এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *