
বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় যৌন হেনস্তার মুখোমুখি হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। তাঁকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে এ ঘটনা ঘটেছে। পরে দেশটির পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম প্রেসিডেন্ট প্রাসাদের কাছের একটি বৈঠকে যাচ্ছিলেন। পথে তিনি সমর্থকদের সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রেসিডেন্ট ক্লাউদিয়ার কাছে এসে কাঁধে হাত রাখেন এবং অন্য হাতে কোমর ও বুক স্পর্শ করে তার গলায় চুমু খাওয়ার চেষ্টা করেন।
এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় সময় বুধবার (০৫ নভেম্বর) তিনি জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।
মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট শেইনবাউম বলেছেন, “যদি প্রেসিডেন্টের সঙ্গেই এমন ঘটনা ঘটে, তাহলে আমাদের দেশের সব তরুণীদের অবস্থা কোন পর্যায়ে আছে। নারীদের ব্যক্তিগত স্থান অপব্যবহার করার অধিকার কোনো পুরুষের নেই।
রয়টার্স জানিয়েছে, এ ঘটনার ভিডিও ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ার পর কিছু অ্যাকাউন্ট থেকে সেটি সরিয়ে নেয়া হয়। তবে এতে লিঙ্গভিত্তিক সহিংতা ও পুরুষতন্ত্রে ডুবে থাকা মেক্সিকোতে নারীরা কী ধরনের নিরাপত্তাহীনতার মুখোমুখি হয় তা দেশটির অনেকের কাছে পরিষ্কার হয়।
এ ঘটনায় শেইনবাউমের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর উত্তরসূরী সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের মতো শেইনবাউমও ন্যূনতম নিরাপত্তা নিয়ে চলাফেরা করেন আর জনতার সঙ্গে অবাধে মিশে যান। তিনি মানুষের ভিড়ের মধ্য দিয়েও হেঁটে যান।
তিনি জানিয়েছেন, নিজের এ অভ্যাস পাল্টানোর কোনো পরিকল্পনা তার নেই। বলেছেন, আমাদের জনগণের কাছাকাছি থাকতে হবে।
মেক্সিকো সিটির ঐতিহাসিক কেন্দ্রস্থলে ঘটনাটি ঘটে। তখন তিনি মেক্সিকোর প্রেসিডেন্টের দফতর ও বাসভবন জাতীয় প্রাসাদ থেকে অল্পদূরে অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার সময় পথে থাকা লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন তিনি।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে, মধ্যবয়সী এক পুরুষ হাত দিয়ে শেইনবাউমকে জড়িয়ে ধরছেন, তার বুক স্পর্শ করছেন এবং তাকে চুমা দেওয়ার চেষ্টা করছেন। প্রেসিডেন্টের একজন কর্মী তাদের মাঝখানে এসে দাঁড়ানোর আগে শেইনবাউম ওই ব্যক্তির হাত সরিয়ে দেন। ওই মুহূর্তে প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের কাছাকাছি দেখা যায়নি।
শেইনবাউম জানিয়েছেন, ওই ব্যক্তি সম্ভবত মাতাল ছিলেন।
ফোকাস বাংলা নিউজ/ এসকে