শুধু খুলনায় মুক্তি পেল ‘দেলুপি’

মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্মে শাটিকাপ ও সিনপাট সিরিজ দিয়ে ব্যাপক আলোচনায় আসা নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম সিনেমা ‘দেলুপি’।

শুক্রবার (৭ নভেম্বর) সিনেমাটি খুলনার লিবার্টি সিনেপ্লেক্সে মুক্তি দেওয়া হয়। এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমি, খুলনায় আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর প্রতিদিন চারটি করে বিশেষ শো দেখানো হবে। আর আগামী ১৪ নভেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

এর আগে বুধবার (৫ নভেম্বর) খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয়ে ‘দেলুপি’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় গ্রামের স্কুল মাঠ যেন রূপ নেয় এক উৎসবের মেলায়। প্রথমে খুলনায় সিনেমাটি মুক্তি দেওয়া নিয়ে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘আমরা আসলে চেয়েছি যে অঞ্চলের সিনেমা সেইখানের মানুষ আগে সিনেমাটা দেখুক। তাদের দেখাতে সিনেমাটির প্রিমিয়ারও করা হয়েছে স্থানীয় একটি স্কুলে।’

তিনি জানান, সিনেমাটি খুলনার লিবার্টি সিনেপ্লেক্সে সবার আগে মুক্তি দেওয়া হলো। এখন এর ধারাবাহিকতায় ১৪ নভেম্বর সারাদেশে মুক্তি দেওয়া হবে। এ ছাড়াও খুলনার কয়েকটি স্থানে বিশেষ প্রদর্শনীর আয়োজ করা হয়েছে।

চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘এই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে। স্থানীয় মানুষদের পাশে পেয়ে আমি অনুপ্রাণিত। এই ভালোবাসাই আমাদের সিনেমার সবচেয়ে বড় পুরস্কার।’

মোহাম্মদ তাওকীর ইসলাম এর আগে ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শক—দুপক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’— যা আরও একবার আলোচনায় আনে তরুণ এই পরিচালককে। নতুন এই সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

ফোকাস বাংলা নিউজ/ এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *