সহকর্মী হত্যায় পুলিশ দম্পতির মৃত্যুদণ্ড

সহকর্মী পুলিশ সদস্যকে পরকীয়ার জেরে হত্যার অপরাধে পুলিশ দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক হারুন-অর রশিদ।

দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন কনস্টেবল মো. আলাউদ্দিন ও তার স্ত্রী কনস্টেবল নাসরিন নেলী। আলাউদ্দিনের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থানার ভবানীপুর এলাকায়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে কনস্টেবল আলাউদ্দিনের স্ত্রী নাসরিন নেলীর সঙ্গে সহকর্মী কনস্টেবল সাইফুল ইসলামের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরেই ঘটানো হয় হত্যাকাণ্ড। ২০১৪ সালের আগস্টে ময়মনসিংহের কাঁচিঝুলি এলাকায় প্রেমিকা নেলীর ভাড়া বাসায় সাইফুল ইসলামকে খুন করেন নেলী ও তার স্বামী আলাউদ্দিন। ঘটনার পর মরদেহ বস্তাবন্দি করে গুমের চেষ্টা করছিলেন তারা, কিন্তু নগরীর টাউন হল মোড়ে পুলিশের তল্লাশির সময় হাতেনাতে ধরা পড়েন।

এরপর নিহত সাইফুল ইসলামের মা মোছা. মুলেদা বেগম ২০১৪ সালের ১৩ আগস্ট ময়মনসিংহ কোতোয়ালি থানায় কনস্টেবল আলাউদ্দিন, নাসরিন নেলীসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার পর আদালত আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

এদিকে, একইদিনে দায়রা জজ আদালত-৪ এ আরেকটি হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। ২০২২ সালে তারাকান্দা উপজেলায় প্রতারণার মাধ্যমে স্বর্ণ চুরি নিয়ে বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত এই মামলায় বিচারক জয়নাব বেগম একজন আসামিকে মৃত্যুদণ্ড এবং অন্যজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল।

ফোকাস বাংলা নিউজ/ এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *