
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। সিসি ক্যামেরা স্থাপিত রয়েছে এমন ভোটকেন্দ্রগুলোর বিস্তারিত তালিকা দ্রুত পাঠাতে জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসারদের আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে এই তালিকা ‘নির্বাচন সহায়তা-১ শাখায়’ পাঠাতে হবে। তালিকাটি নির্ধারিত ছক অনুযায়ী হার্ডকপি ও নিক্স ফন্টে সফটকপি উভয় আকারেই জমা দিতে হবে।
ইসি জানিয়েছে, ভোটগ্রহণ প্রক্রিয়াকে স্বচ্ছ ও ত্রুটিমুক্ত রাখতে এবং যেকোনো অনিয়ম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তালিকা হাতে পেলে সিসি ক্যামেরার সার্বিক অবস্থা সম্পর্কে কমিশন অবগত থাকবে এবং নির্বাচন ব্যবস্থাপনায় নজরদারি আরও জোরদার করা যাবে বলে মনে করছে ইসি।
ফোকাস বাংলা নিউজ/ এসকে