সীমান্তের দুই দেশের একটি পাঠায় ফেনসিডিল, আরেকটি ইয়াবা: আসিফ

বাংলাদেশের সঙ্গে স্থল সীমানা থাকা দুই দেশ ভারত ও মিয়ানমারকে ইঙ্গিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন, ‘একটি পাঠায় ফেনসিডিল, আরেকটি পাঠায় ইয়াবা।’

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে বয়সভিত্তিক ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ তারকা তৈরির লক্ষ্যে এজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন ও ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ এবং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে আসিফ আকবর দেশের তরুণ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনতে অভিভাবক, সমাজ ও সংশ্লিষ্ট সবার প্রতি গুরুত্বপূর্ণ আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা চাই আমাদের সন্তানরা মাদকাসক্ত না হয়ে খেলাধুলায় ফিরে আসুক। তরুণ প্রজন্ম, আপকামিং প্রজন্ম কিংবা বর্তমান প্রজন্ম সবাইকে বড়দের আদেশ, উপদেশ ও পরামর্শ গ্রহণ করতে হবে। নিজেদের জীবনে পরিবর্তন আনাটা নিজেদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘নতুন সময় এসেছে, নতুন বাংলাদেশ এসেছে। এই বাংলাদেশকে প্রমোট করতে হলে সবাইকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। আমি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনাদের সঙ্গে আছি।’

এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমাদের দেশের দুই প্রান্তে দুই দেশের বর্ডার। একটি পাঠায় ফেনসিডিল আরেকটি পাঠায় ইয়াবা। আরও যদি কয়েকটি দেশের বর্ডার থাকতো তাহলে বাংলাদেশ হাওয়াই উড়ে যেতো।’

বক্তব্যে আসিফ খেলাধুলাকে শুধু বিনোদন নয়, বরং তরুণদের চরিত্র গঠন, মানসিক উন্নয়ন এবং সুস্থ জীবনের অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে সমাজে মাদকমুক্ত পরিবেশ গড়তে খেলাধুলাকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানান তিনি।

এছাড়া তিনি নারী খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুমসহ সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং খেলার প্রয়োজনীয় সকল সামগ্রী সরবরাহের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন- বিসিবির পরিচালক হাসানুজ্জামান, জিডির মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম, এবং বিসিবি আম্পায়ার শাকির,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঠাকুরগাঁও জেলা ক্রিকেট কোচ রোকুনজ্জামান রাহাতসহ অনেকে।

তারা খেলোয়াড়দের শৃঙ্খলা, দক্ষতা ও মানসিক দৃঢ়তার ওপর পরামর্শ দেন এবং ব্যবহারিক প্রশিক্ষণ পরিচালনা করেন।

এর আগে, তিনি স্টেডিয়াম মাঠের অবকাঠমোর পরিদর্শন করেন।

ফোকাস বাংলা নিউজ/ এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *