FOCUS BANGLA NEWS

ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ , ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

​মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার নয়: আইজিপি

আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০১:১৯:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০১:১৯:২৩ অপরাহ্ন
​মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার নয়: আইজিপি সংবাদচিত্র : সংগৃহীত
গত ৫ আগস্টের পর মিথ্যা মামলাসহ অনেক মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। আর তাই মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত মহাপরিদর্শক (আিইজিপি) বাহারুল আলম।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
আইজিপি বলেন, নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। তিনি বলেন, পাইকারি হারে কাউকে পুলিশ গ্রেপ্তার করবে না। নিরীহ কাউকে হয়রানি করা যাবে না। ইচ্ছাকৃত মিথ্যা মামলা করলে বাদির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 
বাহারুল আলম বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তারে যাব না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফোকাস বাংলা নিউজ/প্রতিবেদক/এস খান


কমেন্ট বক্স

সংবাদচিত্রের আরো সংখ্যা

সর্বশেষ সংবাদ