করোনায় সম্মুখ যোদ্ধা হিসেবে চিকিৎসকের পাশাপাশি পুলিশের ভূমিকার শেষ নেই। মানুষ যখন করোনা আতঙ্কে ঘরে, পুলিশ তখন সব ভয় উপেক্ষা করে বাইরে সামলেছেন। তাই আইনশৃঙ্খলায় নিয়োজিতদের সম্মান জানিয়ে গাইলেন জনপ্রিয় চার তারকা শিল্পী কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, তাহসান খান ও কোনাল।
‘বাংলাদেশ পুলিশ’ শিরোনামে গানটি লিখেছেন ইশতিয়াক আহমেদ, সুর-সংগীত করেছেন ‘চিরকুট’ ব্যান্ডের ইমন চৌধুরী। সার্বিকভাবে এ গানের তত্ত্বাবধানে আছেন পিকলু চৌধুরী। তিনি বললেন, প্রত্যেক শিল্পী গানটি স্বেচ্ছায় ও আন্তরিকতা দিয়ে গেয়েছেন। যেমন তাহসান আছেন আমেরিকায়। সেখান থেকে বলামাত্রই রেকর্ডিং করে পাঠিয়েছেন।
জানা গেছে, এ ছাড়া বিশ্বজিৎ, সামিনা, কোনাল যে যার সুবিধামতো স্টুডিও থেকে গানটি করে পাঠিয়েছেন। শিগগিরই ভিডিও নির্মিত হবে। ভিডিওতে করোনাকালে পুলিশের বিভিন্ন কর্মকা- এবং শিল্পীদের উপস্থিতিও থাকবে। গানটি ঈদে সব টিভি এবং পুলিশসহ বিভিন্ন ফেসবুক পেজে প্রকাশ হবে।