শরাফত আলী শান্ত: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগীতায় চরনিলক্ষিয়া ইউনিয়নের ভাটিপড়া গ্রামের মাঠখলায় প্রায় ১০০০ গবাদিপশুকে চিকিৎসা ও ভ্যাক্সিন প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্ভোধন করেন প্রধান অতিথি প্রফেসর ড. লুতফুল হাসান, মাননীয় ভাইস চ্যান্সেলর, বাকৃবি ময়মনসিংহ ।
বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: আবু হাদী নুর আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রহিম মিন্টু।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো ইকরামুল হক টিটু।
বিশেষ অতিথি হিসেবে ানুষ্ঠানে অংশগ্রহন করেন বাকৃবি প্রক্টর প্রফেসর ড. আজহার আলী, ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. তৌফিকুল ইসলাম, ও গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক, প্লেনিং ডিরেক্টর, এবং ভেটেরিনারী ফ্যাকাল্টির সম্মানিত শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ।
আরোও উপস্থিত ছিলেন হাজী শরিফ উদ্দিন, যুগ্নসম্পাদক জেলা কৃষকলীগ ময়মনসিংহ, নুর আলী খান, সহসভাপতি মহানগর কৃষকলীগ, আজাহার আলী সোবহান, সদস্য জেলা কৃষকলীগ মো আবুল কালাম আজাদ।