স্টাফ রিপোর্টারস: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস আজ ২ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভাপতিত্ব করেন এনজিও ফাউন্ডেশন ময়মনসিংহের সভাপতি, উসেকার নির্বাহী পরিচালক আব্দুর রহিম মিন্টু। অথিতি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সভাপতি, দেশ বাংলা সমাজ কল্যাণ সংস্থা ও সেফ এর নিবার্হী পরিচালক একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী।
বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকারকর্মী,নিষ্ঠা উন্নয়ন সংঘের সভাপতি স্বাধীন চৌধুরী, এসেড এর নির্বাহী পরিচালক শেখ মুহাম্মদ ইউসুফ লিটন, গ্রাউসের নির্বাহী পরিচালক সাইয়েদুজ্জামান খোকন, শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরণ প্রমুখ।
সভা পরিচালনা করেন সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইউসুফ আকন্দ মজিবুর।
বক্তারা বলেন, এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম তৃণমূলে আরো বিস্তৃত করতে হবে। সেই সাথে অর্থ সহায়তা বৃদ্ধি করতে হবে। করোনাকালীন সময়ে পিছিয়ে পড়া এবং কষ্টে থাকা মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর কথা বিশেষভাবে উল্লেখ করেন। এনজিও ফাউন্ডেশনের প্রতি অর্থ বরাদ্দ করে সহযোগিতা প্রদানের জন্য আহবান জানান।