স্টাফ রিপোর্টার, প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে কোতোয়ালি মডেল থানার উদ্যোগে নগরীর চরপাড়া এলাকা সচেতনামূলক সভা ও মাক্স বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শুধুমাত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের পুলিশ বাহিনী জনগণের জীবন ঝুঁকি কমাতে সবার সচেতনতা বৃদ্ধি করতে কাজ করছে।
এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন নাগরিক মহল। আইন প্রয়োগের ঊর্ধ্বে উঠে জনগণের জীবন রক্ষার্থে মাস্ক ব্যবহারে সচেতন করছে পুলিশ সদস্যরা। ময়মনসিংহ পুলিশের জনসচেতনতা মূলক এই উদ্যোগকে বেগবান করতে একাত্মতা প্রকাশ করেছে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সমাজের সর্বস্তরের নাগরিকবৃন্দ। ময়মনসিংহ নগরীর ব্যস্ততম এলাকা চরপাড়ায় পথচারী সহ-সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করেছে কোতোয়ালি পুলিশ।
জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামানের সার্বিক নির্দেশনায় কোতোয়ালি ওসি ফিরোজ তালুকদার এ মাস্ক ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করেন।ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় কোতোয়ালি পুলিশের এ মাস্ক ক্যাম্পেইন কার্যক্রমে অংশগ্রহণ করেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন হাসান উজ্জ্বল, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহজালাল হৃদয়, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট,জেলা মহিলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার,ওয়ার্ডের তরুণ প্রজন্মের আইকোন জেলা যুবলীগ সদস্য আসাদুজ্জামান রুমেল, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান,মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, ওসি ডিবি শাহ কামালা আকন্দ, কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত ফারুক আহমেদ প্রমুখ।