স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্দ্যেগে ৬ দফা আন্দোলনের সংগ্রামী নেতা ও মহান মুক্তিযুদ্বের সংগঠক মরহুম রফিক উদ্দিন ভূইয়ার ২৫তম মৃত্যুবাষিকী পালিত হয়েছে।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর আহবানে সকাল ৯ টায় জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলামের কলেজ রোডস্থ বাসভবনে জমায়েত। সকাল ৯ঃ৩০ মিনিটে গোলকী বাড়ি কবরস্থানে মরহুম রফিক উদ্দিন ভূইয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
অনুষ্ঠান সমুহে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট কবির উদ্দিন ভূইয়া, অধ্যাপক ইউসুফ খান পাঠান, এডভোকেট ফরিদ আহমেদ, আলহাজ্ব মমতাজ উদ্দিন মন্তা, এডভোকেট বদর আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফকরুল, বিঙ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজ বাশার ভাষানী, সম্মানিত সদস্য হাবিবুর রহমান হাবিব, এডভোকেট ইমদাদুল হক সেলিম, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবীর, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মনোয়ার হোসেন মিনার, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহানগর কৃষক লীগের সহসভাপতি নুর আলী তালুকদার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী দের উপস্থিত ছিলেন ।