FOCUS BANGLA NEWS

ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

​সালমান এফ রহমানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৬

আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০২:১২:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০২:১২:০৪ অপরাহ্ন
​সালমান এফ রহমানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৬
রাজধানীতে পৃথক সাত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ছয় জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন– সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
ওই ছয় জনকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের গ্রেফতার দেখান।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিউমার্কেট থানা এলাকায় শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। রামপুরা এলাকায় সোহান শাহ নামে একজন গার্মেন্টসকর্মীকে গুলি করে হত্যার মামলা ও কাফরুল থানা এলাকায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়।
২০১৫ সালে মতিঝিল এলাকায় মেয়রের নির্বাচনের প্রচারণা চলাকালীন সময়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ওই বছরের ২৮ এপ্রিল মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের গাড়ি বহরে হামলার ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় রাশেদ খানকে গ্রেফতার দেখানো হয়েছে। মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। মিরপুর মডেল থানার হত্যা মামলায় মাহবুব আলীকে গ্রেফতার দেখানো হয়েছে।


কমেন্ট বক্স

সংবাদচিত্রের আরো সংখ্যা

সর্বশেষ সংবাদ