FOCUS BANGLA NEWS

ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ , ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

​হাসান আরিফের দাফন সোমবার বুদ্ধিজীবী কবরস্থানে

আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৩:৩৪:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৩:৩৪:৩৫ অপরাহ্ন
​হাসান আরিফের দাফন সোমবার বুদ্ধিজীবী কবরস্থানে ফাইল ছবি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, হাসান আরিফের মেয়ে কানাডা থেকে ফিরবেন রোববার (২২ ডিসেম্বর)। মেয়ে ফিরলে তাঁকে দাফন করা হবে।

 এ এফ হাসান আরিফের তৃতীয় নামাজে জানাজা শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় সচিবালয়ে অনুষ্ঠিত হয়। এর আগে, বেলা ১১টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ এশা রাজধানীর ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এদিন বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ এফ হাসান আরিফ।

ফোকাস বাংলা নিউজ/ডেস্ক /এসকে


কমেন্ট বক্স

সংবাদচিত্রের আরো সংখ্যা

সর্বশেষ সংবাদ