FOCUS BANGLA NEWS

ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

​কাতারের আমিরকে নিয়ে তারেক রহমানের আবেগঘন পোস্ট

আপলোড সময় : ১০-০১-২০২৫ ০৫:০২:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০১-২০২৫ ০৫:০২:৩৩ অপরাহ্ন
​কাতারের আমিরকে নিয়ে তারেক রহমানের আবেগঘন পোস্ট
বর্তমানে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আর তাকে লন্ডনে নিয়ে গেছে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স। এ নিয়ে আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে কাতার-বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের বিষয়েও আগ্রহের কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব লেখেন তারেক রহমান।

ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, ‘আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ।’তারেক রহমান আরও লিখেছেন, ‘আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ।’

প্রসঙ্গত, খালেদা জিয়া বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন। বুধবার (৮ জানুয়ারি) খালেদা জিয়া চিকিৎসা নেয়ার জন্য লন্ডন যান। স্থানীয় সময় বুধবার সকালে যুক্তরাজ্য পৌঁছে তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে ভর্তি হন এবং ইতোমধ্যে তার চিকিৎসাও সেখানে শুরু হয়েছে।

ফোকাস বাংলা নিউজ/ডেস্ক/এস খান


কমেন্ট বক্স

সংবাদচিত্রের আরো সংখ্যা

সর্বশেষ সংবাদ