FOCUS BANGLA NEWS

ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫

​রাশিয়া-ইরান ২০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি সই

আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০১:৪৪:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০১:৪৪:০১ অপরাহ্ন
​রাশিয়া-ইরান ২০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি সই ছবি: দ্য জেরুজালেম পোস্ট
রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। শুক্রবার (১৭ জানুয়ারি) মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ চুক্তি স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও বেশি জোরদার হলো।

চুক্তি অনুযায়ী আগামী ২০ বছর প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক মহড়া, যুদ্ধজাহাজ তৈরিসহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে দুই দেশ। চুক্তির পরপর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এই চুক্তি তাদের এগিয়ে নিয়ে যাবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতই নয় বরং অর্থনীতি ও বাণিজ্যখাতেও দুই দেশের সহযোগিতামূলক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে।

এছাড়া যাবতীয় অর্থনৈতিক আদান প্রদান দুই দেশের নিজ নিজ মুদ্রায় হবে বলে জানান পুতিন। আমলাতান্ত্রিক প্রভাব কমিয়ে গঠনমূলক কার্যক্রম বাড়ানোর তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট।

২০২২ সালে ইউক্রেনের সাথে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া আন্তর্জাতিক কূটকৌশলে পরিবর্তন এনেছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে রাশিয়া এখন যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করছে। এর মধ্যে ইরান, উত্তর কোরিয়া, চীন ও বেলারুশ রয়েছে। এই দেশগুলোও পশ্চিমাদের বিরুদ্ধে এবং তারা একে অপরকে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে।

ফোকাস বাংলা নিউজ/ডেস্ক/এস খান


কমেন্ট বক্স

সংবাদচিত্রের আরো সংখ্যা

সর্বশেষ সংবাদ