FOCUS BANGLA NEWS

ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

​শ্রীনগরে তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০১:৩৭:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০১:৩৭:২৮ অপরাহ্ন
​শ্রীনগরে তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস সড়কের পাশে পড়ে আছে এক তরুণীর গুলিবিদ্ধ লাশ। উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায়।
এদিকে, লাশ পাশ থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করা হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।
শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, শনিবার সকালে তারা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে উপস্থিত হয়েছেন। লাশটির পাশে পড়ে থাকা পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে এখানে এনে ভোরে গুলি করে হত্যা করা হয়। রহস্য উদঘাটনে পিবিআইকে নিয়ে কাজ শুরু করেছি। লাশের ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এর আগে শ্রীনগর খাল থেকে বুধবার দুপুরে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।  চার দিনের মাথায় দুটি হত্যাকাণ্ডের ঘটনায় ওই এলাকার মানুষের জনমনে আতঙ্ক বিরাজ করছে।
 

ফোকাস বাংলা নিউজ/প্রতিনিধি/এস খান


কমেন্ট বক্স

সংবাদচিত্রের আরো সংখ্যা

সর্বশেষ সংবাদ