
নওগাঁ জেলার মান্দায় মরিচের জমিতে গাঁজা চাষের অভিযোগে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার চাষ করা মরিচের জমি থেকে একাধিক গাঁজার গাছ উদ্ধার করা হয়। গ্রেপ্তার নজরুল ইসলাম উপজেলার ভালাইন ইউনিয়নের ভালাইন গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ নভেম্বর) সকালে মান্দা থানা পুলিশ নজরুলের মরিচের জমিতে অভিযান চালায়।
পুলিশ জানায়, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মরিচের জমিতে গাঁজার চাষ করে আসছিলেন। অভিযানকালে উদ্ধার করা গাঁজার গাছগুলোর ওজন আড়াই (২.৫) কেজি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ নজরুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফোকাস বাংলা নিউজ/ এসকে