আ.লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেওয়া আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, নির্বাচনের আগে জামিনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি অপরাধে জড়িত হয় তাহলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এ ছাড়া দুষ্কৃতকারীরা গুজব ছড়ানোর চেষ্টা করলেও তা প্রতিরোধ করা হবে।

বুধবার (৫ নভেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই সমন্বিতভাবে কাজ করলে নির্বাচনে কোনো ধরণের সমস্যা হবে না। পার্শ্ববর্তী দেশ অনেক গুজব রটায়, দেশের মিডিয়ায় সত্য ঘটনা আসার কারণে গুজব অনেক কমে গেছে।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের হুমকি নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব দল নির্বাচনে অংশ নেবে তাদেরও দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা। এ ছাড়া নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এক সাথে কাজ করলে কোন সমস্যা হবে না। নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে জাহাঙ্গীর আলম বলেন, মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ। তারা নির্বাচনমুখী হয়ে গেলে অনেকে অনেক কিছু করার চেষ্টা করলেও পারবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে হবে ফ্রি, ফেয়ার ক্রেডিবিল ও উৎসবমুখর। এটা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেবে প্রশাসন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদ হোসেন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়নে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ফোকাস বাংলা নিউজ/ এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *