ট্রাম্পকে ‘পাত্তা’ দিচ্ছেন না লুলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিকে ‘ব্ল্যাকমেইল’ হিসেবে উল্লেখ করেছেন ব্রাজিলের বামপন্থি প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। তিনি বলেছেন, আমরা কোনো বিদেশির নির্দেশ মানবো না। বৃহস্পতিবার (১৭ জুলাই) টেলিভিশনে একথা বলেন তিনি। খবর ডয়চে ভেলের।

ছবি : সংগৃহীত

ব্রাজিল থেকে রপ্তানি করা পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এই শুল্ক আগামী ১ আগস্ট থেকে চালু হওয়ার কথা। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর উপর আরোপিত আইনি মামলা তুলে না নেওয়া পর্যন্ত এই শুল্ক থাকবে বলে জানিয়েছিলেন ট্রাম্প।

২০২২-এর প্রেসিডেন্ট নির্বাচনে লুলার কাছে পরাজিত হন বলসোনারো। অভিযোগ, এর পরে সেনা অভ্যুত্থান করে লুলাকে সরানোর ‘ষড়যন্ত্র’ করেন তিনি।

তবে ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিকে দেশের ‘সার্বভৌমত্বের উপর আক্রমণ’ বলে উল্লেখ করেছেন লুলা। তিনি বলেন, ব্রাজিলের বিচারব্যবস্থার উপর ‘খবরদারি চালাচ্ছেন ট্রাম্প’ এবং তার শুল্কনীতিকে যারা সমর্থন জানাবেন তারা ‘দেশদ্রোহী’।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে টেলিভিশন ও রেডিও ভাষণে লুলা বলেন, ব্রাজিলের সার্বভৌমত্ব রক্ষার অর্থ হচ্ছে বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কার্যকলাপ থেকেও নিজেদের রক্ষা করা।

প্রায় পাঁচ মিনিটের ভাষণে লুলা জানান, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিল আলোচনা চালিয়ে যাচ্ছে এবং গত মে-তে ব্রাজিল একটি প্রস্তাব পাঠিয়েছিল।

লুলা বলেন, আমরা একটি জবাব প্রত্যাশা করেছিলাম, কিন্তু এর বদলে যা পেয়েছি তা হলো অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল—যা এসেছে ব্রাজিলের প্রতিষ্ঠানগুলোর প্রতি হুমকি ও ব্রাজিল-যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে।

তিনি জানান, আমরা কোনো বিদেশির নির্দেশ মানবো না।

ফোকাস বাংলা নিউজ/এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *