পরোয়ানাভুক্ত ১৫ সেনাসদস্যের বিষয়ে ট্রাইব্যুনাল অফিশিয়ালি জানে না: চিফ প্রসিকিউটর

ছবি : সংগৃহীত

পরোয়ানাভুক্ত ১৫ সেনাসদস্যের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো অফিশিয়ালি কিছু জানে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি রোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

এদিকে শেখ হাসিনার মামলার যুক্তি-তর্ক শুরুর দিন পতিত সরকারের দানব হয়ে ওঠার পটভূমি ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। এসময় যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার বাধাগ্রস্ত করতে সাইবার হামলা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেয়া হয়েছে। তবে এ বিষয়ে প্রসিকিউশন ও ট্রাইব্যুনাল এখনো অফিশিয়ালি কিছু জানে না বলে জানান তাজুল ইসলাম।

তবে আইনের সাধারণ বিধান অনুযায়ী আসামি গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হয় বলে উল্লেখ করেন তিনি।

এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়, ষড়যন্ত্র, উস্কানি, হত্যা, পরিকল্পনাসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ নিয়ে গঠিত মামলার যুক্তিতর্ক শুরু হয় রোববার সকালে।

যুক্তিতর্কের শুরুতে আইসিটি অ্যাক্ট পাঠ করে শোনান চিফ প্রসিকিউটর। এরপর উত্থাপন করা হয় পতিত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জুডিশিয়াল কিলিং, নির্বাচন ব্যবস্থা ধ্বংস, দুর্নীতি ও অপশাসনের ইতিহাস।

এসময় হাসিনার মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার বাধাগ্রস্ত করতে সাইবার হামলা চালানো হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। এসময় অপরাধীরা অপরাধ করে পার পাবে না বলেও সতর্ক করেন চিফ প্রসিকিউটর।

ফোকাস বাংলা নিউজ/ এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *