বিয়ে নিয়ে কটাক্ষ, মামলা করছেন সোহেল তাজ
আপলোড সময় :
০৪-০১-২০২৫ ০৩:৪৩:০০ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০১-২০২৫ ০৩:৪৩:০০ অপরাহ্ন
‘আয়রন গার্ল’ শিমুর সঙ্গে বাগদান সেরেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও চিত্রে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় পেছনে বাগদান সম্বলিত একটি পোস্টারও দেখা যায়। কনে সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার।
এদিকে নেটিজেনরা সোহেল তাজের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা করছেন। অনেকেই বলতে থাকেন এটি সোহেল তাজের সপ্তম বিয়ে। সোহেল তাজের বিয়ে নিয়ে রিতু রয় মিতু নামের একজন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস নিয়ে পাল্টা পোস্ট করেছেন সোহেল তাজ।
নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে সোহেল তাজ লিখেছেন, ‘জুলাই- অগাস্ট ছাত্র-জনতা অভুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকার কে সমর্থন আর শেখ হাসিনার বিরুদ্ধে বলার কারণেই এই সব বানোয়াট কাহিনী বানানো হয়েছে- মানহানির মামলার জন্য প্রস্তুত হন আপনারা। রিতা রয় মিতু রুদ্র সাইফুল (সাংবাদিক)।
দৃষ্টি আকর্ষণ, গণহত্যা, গুম, খুন, নির্যাতন/নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী চোর/মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াসড নব্য কাওয়া বডিলীগ এর চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি। নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই- আমি আপনাদেরকে চিনি।
আওয়ামীলীগের ব্রেইন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেইসবুক পেইজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলদ্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার।
ফোকাস বাংলা নিউজ/ডেস্ক/এস খান
কমেন্ট বক্স