FOCUS BANGLA NEWS

ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

বাড়িতে ঢুকে সাইফ আলী খানের ওপর হামলা

আপলোড সময় : ১৬-০১-২০২৫ ১২:৩৪:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০১-২০২৫ ১২:৩৪:৫৬ অপরাহ্ন
বাড়িতে ঢুকে সাইফ আলী খানের ওপর হামলা
বাড়িতে ঢুকে গভীর রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা ঘটনা ঘটেছে। তাকে ছুরি দিয়ে বেশকিছু কোপ দেওয়া হয়েছে। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাইফ আলি খানকে। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, চুরি করার জন্য সাইফের বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা একাধিকবার তার ওপর ছুরি নিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসারত আছেন। তবে আপাতত সাইফ বিপদমুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বান্দ্রা থানার পুলিশ। কে বা কারা বলিউডের সাইফের ওপর হামলা চালালো সেটির সন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা, ডাকাতির উদ্দেশে অভিনেতার বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতীরা। তবে নিছকই চুরি নাকি এই হামলার নেপথ্যে অন্য কোনও কারণ আছে খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

ইদানিং বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে এমনিতেই একটা ভীতির পরিবেশ রয়েছে। সালমান খান লাগাতার বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে হুমকি পাচ্ছেন। তার ফ্ল্যাটের বাইরে গুলিও চলেছে। শাহরুখ খানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। সদ্য বাবা সিদ্দিকিকে প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে। এবার সাইফের বাড়িতে ঢুকে তার উপর হামলা। এতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত বলিউড। সূত্র: আনন্দবাজার

ফোকাস বাংলা নিউজ/ডেস্ক/এসকে


কমেন্ট বক্স

সংবাদচিত্রের আরো সংখ্যা

সর্বশেষ সংবাদ